সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৩৯ বারে ২১ লাখ ৪৫হাজার ৩০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এসিআই ফর্মূলেশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪২৭ বারে ১০ লাখ ৭৩ হাজার ১১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৫৭৫ বারে ৩১ লাখ ৪০ হাজার ৩৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিকন ফার্মার ৩.৩৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.২২ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৩.০৮ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ২.৪৬ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ২.৩৬ শতংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর ২.৩৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস