সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৪৮ বারে ১১ লাখ ৪৩ হাজার ৬৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এস আলমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২৪ বারে ৮ লাখ ৫৬ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ২৬৫ বারে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইন্দো-বাংলা ফার্মার ৫.৩৩ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.২৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৪.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৪.৪৭ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৪.৩২ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.২৮ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর ৪.১৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস