Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

১৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ৬ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৫ কোটি ৮০ লাখ ৫৫ হাজার ১৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৭০০ কোটি ৮০ লাখ ১৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ১০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-লাফার্জ হোলসিমের ১৯৪ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৮৫ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকার, নাহি অ্যালিুমিনিয়ামের ১৫১ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১২২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১২০ কোটি ৫০ লাখ ২৪ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১০৯ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার