Top

সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৫৪৬ কোটি টাকার

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৫৪৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৩৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, দর কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ২ লাখ ৩৯ হাজার টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার