Top

দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

১৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২৯ বারে ১৬ লাখ ৮৪ হাজার ৮০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে জেএমআই সিরিঞ্জের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২০৪ বারে ৩ লাখ ৪৮ হাজার ২৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৩৬ বারে ১ লাখ ১৮ হাজার ১২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী পেপারের ৪.৪১ শতাংশ, আইপিডিসির ৪.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.২৯ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.১৫ শতাংশ, সোনালী আঁশের ৪.১১ শতাংশ, সিনোবাংলার ৪.০৭ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ৪.০৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার