সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির ২০৭ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা রেনাটার শেয়ার লেনদেন হয়েছে ৬৫ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬৫ কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার ২২ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকার।
এছাড়া, ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি ৬ লাখ ২২ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৯ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩ কোটি ৪৪ লাখ টাকার, ই জেনারেশনের ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, সোনালী পেপারের ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৩৪ লাখ ৩৫ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকার, বিডি কমের ৯৮ লাখ ২২ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৯৭ লাখ ৭৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৯১ লাখ ৬৮ হাজার টাকার, সি পার্লের ৭৯ লাখ ৭৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৭৩ লাখ ১৪ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৭০ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৩ লাখ ১৭ হাজার টাকার, সাপোর্টের ৫৯ লাখ ৩৪ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫৫ লাখ ৯৩ হাজার টাকার, মারিকোর ৪৯ লাখ ২০ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, এসিআই ফর্মুলার ৩৩ লাখ ৩২ হাজার টাকার, বিকন ফার্মার ৩১ লাখ ২০ হাজার টাকার, আজিজ পাইপের ৩০ লাখ ৩০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৭ লাখ ৬৫ হাজার টাকার, আইডিএলসির ২৭ লাখ ৬৫ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২৬ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২৬ লাখ ৮ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৪ লাখ ৫৫ হাজার টাকার, ইন্ট্রাকোর ১৩ লাখ ৭৮ হাজার টাকার, জেমিনি সী ফুডের ১১ লাখ ৮৭ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১০ লাখ ৭২ হাজার টাকার, আমরা নেটের ৮ লাখ ২২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৭ লাখ ৪৭ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ লাখ ৫৯ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩৫ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৬ লাখ ১৫ হাজার টাকার, এস আলমের ৫ লাখ ২৮ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ৭৫ হাজার টাকার, প্রাইম ফার্স্টের ৫ লাখ ৫১ হাজার টাকার, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ২৭ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৫ লাখ ৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস