এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি দেয়ায় তা গেজেট আকারে প্রকাশ হয়েছে। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ করার মর্মে তিনি সম্মতি দেন।
সোমবার রাতে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স, ১৯৬১; বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ সংশোধনে প্রণীত আইন গেজেট আকারে প্রকাশ করা হয়।
এর আগে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানিয়েছে, জাতীয় সংসদে চলতি অধিবেশনে পাস হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিল তিনটিতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়।
আইন সংশোধনের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসির ফলকে ২৫ এবং এসএসসির ফলের মানকে ৭৫ শতাংশ ধরে এইচএসসির ফল ঘোষিত হবে।
বিল তিনটি সংসদে এনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুত করা আছে। আইনের সংশোধনী পাস হলেই তা প্রকাশ করা হবে।
গত বছরের ২২ মার্চ এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি প্রথমে স্থগিত হয়। পরে পরীক্ষা আর না নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।