Top

দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ

১৯ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৯ বারে ২৪ লাখ ৫৬ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের  শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৩৫৫ বারে ৬১ লাখ ৪৬ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯০ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এটলাস বাংলাদেশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৫১৭ বারে ১ লাখ ১৩ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টিউবসের ৯.৯৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৯৪ শতাংশ, আজিজ পাইপসের ৯.৯৩ শতাংশ, আরডি ফুডের ৯.৮০ শতাংশ, বিডিকমের ৯.৭৭ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের ৯.৬২২ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার