সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩ বারে ১২ লাখ ৬১ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বিআইএফসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯১ বারে ৮ লাখ ৫৯ হাজার ৯৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্টান্ডার্ড সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪৪ বারে ১ লাখ ২৯ হাজার ৩৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ই-জেনারেশনের ৮.১৩ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৭.১৩ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৬.০৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৮৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৪২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.৩৩ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস