ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৮ কোটি ১৮ লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-জেএমআই হসপিটালের ৩৫৮ কোটি ৩ লাখ ৬৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৪২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ২০২ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৯৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ১৯৭ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৯১ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৮৬ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস