ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ২৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬১ কোটি ২৭ লাখ ২১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৩৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৫৯০ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ২ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৫৯ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকার, জেএমআই হসপিটালের ২৫৫ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকার, ইউনিক হোটেলের ২২৬ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকার, বিডিকমের ২০৮ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৯৫ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার টাকার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১৫৪ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকার এবং সাইফ পাওয়ারটেকের ১৩৭ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস