Top

কোটালীপাড়ায় নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন

০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
কোটালীপাড়ায় নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন
জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযথ ধর্মীয় রীতি এবং ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) সারাদেশের মতো কোটালীপাড়ায়ও মহাসাড়ম্বরে সরস্বতীর পূজার আয়োজন করে সনাতন ধর্ম বিশ্বাসীরা। সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দিরে পূজার আয়োজন করা হয়। ঢাক, ঢোল, কাঁসর, মঙ্গল শঙ্খ ও উলুধ্বনিতে উৎসব আমেজ দ্বিগুণ হয়ে ওঠে।

হিন্দু শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর বন্দনা করা হয়। দেবী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন ছিল।

উপজেলার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কমলকুঁড়ি বিদ্যানিকেতনসহ দুই শতাধিক সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দিরে পূজা অর্চনার আয়োজন করা হয়।

এনজে

শেয়ার