Top

চসিক নির্বাচনে সহিংসতা: ভোটগ্রহণের শুরুতেই নিহত এক

২৭ জানুয়ারি, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ
চসিক নির্বাচনে সহিংসতা: ভোটগ্রহণের শুরুতেই নিহত এক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই খুলশী থানার আমবাগান এলাকায় নির্বাচনি সহিংসতার সময় গুলিতে আলম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।

২৮ বছর বয়সী আলম কুমিল্লা জেলার মৃত সোলতান মিয়ার ছেলে। নগরের আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমবাগান থেকে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

১৯ লাখ ভোটারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে; চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সকালে নয়টার দিকে নগরের চকবাজার টিচার্স ট্রেনিং কলেজে (বিএড কলেজ) ভোট দিতে এসে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন জানান, ভোটকেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা। ফলে এজেন্ট দিতে পারছেন না তারা।

রেজাউলের এমন দাবির খানিক পরই নগরের খুলশী থানার আমবাগান এলাকা থেকে সহিংসতার ঘটনা ঘটল।

শেয়ার