সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫২৯ বারে ৭৫ লাখ ৪৭ হাজার ৩৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লুব-রেফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৮৭৬ বারে ৩১ লাখ ৬৩ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮০লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯০ বারে ১ লাখ ৪৫ হাজার ৩৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.০৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৮১ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৫.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪৯ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.০৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৯১ শতাংশ এবং সী পার্লের শেয়ার দর ৪.৭৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস