Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

০৮ অক্টোবর, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯৪ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২ কোটি ৮১ লাখ ১৮ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৩৭০ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১৮৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৬৫ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১৬০ কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ১৩৫ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২১ কোটি ৭২ লাখ ৭৮ হাজার টাকার, কপারটেকের ১১৯ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার সোনালী পেপারের ১০৭ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার