Top

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং

০৮ অক্টোবর, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ২১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৫১ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর শেয়ার দর কমেছে ১০ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৮.৫৩ শতাংশ, আজিজ পাইপসের ৬.৭৩ শতাংশ, আইপিডিসির ৬.৬২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৪০ শতাংশ, মীর আখতারের ৬.৩৯ শতাংশ এবং আইডিএলসির শেয়ার দর ৬.২৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার