পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ৪৫০ কোটি টাকা ব্যয়ে বাণিজ্যিক ভবনের ১৫টি ফ্লোর ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রাজধানীর গুলশানে সদ্য নির্মিত একটি ২১ তলা বিশিষ্ট ভবনের ১ তলা থেকে ১৫ তলা পর্যন্ত ক্রয় করবে প্রতিষ্ঠানটি।
ফ্লোরগুলো ক্রয় করতে ব্যাংকটির খরচ পরবে ৪৫০ কোটি ১ হাজার ৮৩০ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই ক্রয় সম্পন্ন করবে ব্যাংকটি।
এসকেএস