সংসারের অভাব-অনটন দূর করতে স্ত্রীকে নিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করতে চেয়েছিলেন স্বামী। কিন্তু যেতে চাই না স্ত্রী। এনিয়েই মনমালিন্য হয় স্বামী-স্ত্রীর। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়েছেন স্বামী। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলালবাজার নামোটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার নামোটোলা গ্রামের চারুল আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩)। বেলালবাজার নামোটোলা গ্রামের পলাশ মিয়ার আম বাগানের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক অভাব-অনটনের কারনে হতাশাগ্রস্ত ছিলেন নিহত আরিফুল ইসলাম। স্ত্রী মোসা. সাহিদাকে সঙ্গে নিয়ে ঢাকায় যেতে চাইলে অস্বীকৃতি জানায় তার স্ত্রী। এনিয়ে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় রাগ করে সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় আরিফুল। পরে সন্ধ্যার দিকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান মুঠোফোনে বলেন, পারিবারিক অভাব-অনটনের কারনে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দেয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।