দীর্ঘ ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে ২৯ ঘন্ট বন্ধ থাকে সিলেটের রেলপথ।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জের কায়স্থগ্রামে দুর্ঘটনাকবলিত ওয়াগনের বগিগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর পাঁচটা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম এলাকায় তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় শিডিউল বিপর্যয়।
শুক্রবার সকালে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজ শুরু করে। ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করতে হুমড়ি খেয়ে পড়ে।