বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলার এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, দুইটি অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ এর ডি ব্লকের বাসিন্দা ফোরকান মাহমুদের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৮) ও লম্বাশিয়া ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা হামজা মিয়ার ছেলে দীল মোহাম্মদ (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
তিনি বলেন, এ ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা ট্যাবলেট, দুইটি অস্ত্র ও কার্তুজ।