করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে টিকা গ্রহণে আগ্রহীরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোন থেকেই নিবন্ধন করার পাশাপাশি যাবতীয় তথ্য পাবেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সুরক্ষা অ্যাপের উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনও (www.surokkha.gov.bd) উন্মুক্ত করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এই অ্যাপটি প্রস্তুত করে। শুরুতে অ্যাপটি ব্যবহার করে শুধুমাত্র ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন করা যাচ্ছিল। উদ্বোধনের দিনই নিবন্ধনের অ্যাপ উন্মুক্ত করার কথা থাকলেও তা আজ উন্মুক্ত হ করা হয়েছে।
যেভাবে নিবন্ধন
করোনার টিকা নিতে হলে সুরক্ষা ওয়েব পোর্টালে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সেখানে গিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করে প্রথমে ধরন নির্বাচন করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ (এনআইডি অনুযায়ী) উল্লেখ করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নিবন্ধন করতে পারবেন না। বর্তমানে শুধুমাত্র ৪০ ঊর্ধ্বরা নিবন্ধন করতে পারছেন।
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো ঠিকমতো দিলে বাংলায় ও ইংরেজিতে নাম দেখাবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। দীর্ঘমেয়াদী রোগ বা কো-মরবিডিটি থাকলে সেটা বলতে হবে। টিকা গ্রহণকারীর পেশা এবং কোভিড-১৯ সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে তিনি জড়িত কি না সেটিও উল্লেখ করতে হবে।
সবশেষে টিকা গ্রহণকারীর বর্তমান ঠিকানা ও কোন কেন্দ্রে টিকা নিতে আগ্রহী, সেটি দিলে নিবন্ধন সম্পন্ন হবে। পরে মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টিকা নেওয়ার স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে।