সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৮৪ বারে ৮ লাখ ৮০ হাজার ৯৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে দেশ জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৪২ বারে ১০ লাখ ৪ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫০ বারে ৭ লাখ ৭ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে –মিডল্যান্ড ব্যাংকের ৬.৩৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৪৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.১৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৯৫ শতাংশ, আরডি ফুডের ৩.৯৪ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ শেয়ারদর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস