সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ২৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬১০ বারে ৬ লাখ ৭৯ হাজার ৪৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৪৩ বারে ৯ লাখ ৪৭ হাজার ৩০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮ হাজার ৬৮ বারে ১ কোটি ৩৮ হাজার ৮৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৭৮ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৭ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৫.৫৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৫৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫.১০ শতাংশ এবং ওয়াইম্যাক্সের শেয়ার দর ৪.৮৬ শতাংশ কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস