Top

স্বপ্নছায়া ফাউন্ডেশনের ঢাকা মহানগরীর কমিটি গঠন

২২ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
স্বপ্নছায়া ফাউন্ডেশনের ঢাকা মহানগরীর কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক :

স্বপ্নছায়া ফাউন্ডেশনের ঢাকা মহানগরীর সংক্ষিপ্ত কমিটি গঠন করা হয়েছে। চৌদ্দ (১৪) সদস্য বিশিষ্ট এ কমিটিতে সমন্বয়ক হিসেবে রয়েছেন মাযহারুল ইসলাম (নোমান)।

রোববার (২১ ফেব্রুয়ারি) স্বপ্নছায়া ফাউন্ডেশন এর পরিচালক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

দুই মাস মেয়াদি ঢাকা মহানগরীর এ কমিটিতে সহ সমন্বয়ক হিসেবে রয়েছেন হাফিজুল ইসলাম, মোঃ নাসরুল্লাহ, সুমাইয়া জান্নাত, মাসরুরুল হক (তানিম), ফারজানা ইসলাম জলি, সাব্রিনা জেরিন মিতু। সহ সমন্বয়ক হিসেবে আরো রয়েছেন মেহেদী হাসান, মোঃরাহি, নাঈম হাসান, সাকির আহমেদ, ফাতেমা আক্তার, মেহেরাবুল ইসলাম সৌদিপ ও আতোয়ার রহমান।

বর্তমানে দুই মাস মেয়াদি ঢাকা মহানগরীর সংক্ষিপ্ত কমিটি প্রকাশ করা হয়েছে। এই কমিটির সার্বিক কার্যক্রম দেখে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য যে, স্বপ্নছায়া ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে গরিব ও অসহায় মানুষের সহযোগিতার কাজ করে আসছে। এছাড়াও স্বপ্নছায়া ফাউন্ডেশন এমন একটি সামাজিক সংগঠন হিসেবে শিক্ষা, চিকিৎসা ছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার