বছরের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭১২ বারে ২ লাখ ২৮ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে শ্যামপুর সুগার মিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৯৬ বারে ৮৫ হাজার ৭৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৮৯১ বারে ১ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৯১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংএর ৭.৭১ শতাংশ, এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ৭.২৭ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ডের ৭.২৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মা’র ৬.৯১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৫৮ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৬.৫৭ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ৬.৪৩ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস