সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৩৬ বারে ৭৮ লাখ ২৯ হাজার ১৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫১৬ বারে ৫১ লাখ ৪৭ হাজার ৩৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৮৬ বারে ৩৩ লাখ ৮১ হাজার ৮৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফাস ফাইন্যান্সের ৬.৪৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৮১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫.১৪ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.০৯ শতাংশ, রূপালী ব্যাংকের ৪.৯৭ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.৬৩ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস