সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭৭ বারে ১ কোটি ২ হাজার ৮৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৮৩ বারে ৬৪ লাখ ৭৭ হাজার ৯০১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ৯২৫ বারে ৪৭ লাখ ৮৩ হাজার ৯৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.১৫ শতাংশ, নাভানা ফার্মা’র ৭.১৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৬.৬১ শতাংশ, খান ব্রাদার্স পিপি’র ৬.০০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সর ৫.৮৮ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের ৫.৬৫ শতাংশ।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস