সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৫২ বারে ১২ লাখ ৮ হাজার ৫৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বীচ হ্যাচারির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩ বারে ৩৯ লাখ ৩২ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ১১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৭০ বারে ১২ লাখ ১ হাজার ৭২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপির ৭.৫৫ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৬.৪৩ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৬.০১ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্সের ৫.৮৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪১ শতাংশ, ইউনিক হোটেলের ৫.১৮ শতাংশ এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৫.১৪ শতাংশ।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস