ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৭ দশমিক ০৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আইএফআইএল ইসলামি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, বেঙ্গল উইন্ডশোরের ৫.৬২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.১৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৪.৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৮৬ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৪.৮৪ শতাংশ এবং কনফিডেন্সের ৪.৭২ শতাংশ।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস