Top

দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ডাইং

২২ জানুয়ারি, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ডাইং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৬৬ বারে ৪ লাখ ৬০ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৫ বারে ৮৯ লাখ ১১ হাজার ৬৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৫ বারে ৫ লাখ ১৪ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৯৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ৯.৯৭ শতাংশ, আফতাব অটোর ৯.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, সিমটেক্স ইন্ড্রাট্রিজ ৯.৪৭ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ ফান্ডের ৮.৯৬ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৮.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/এসকেএস

শেয়ার