সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২০ বারে ৭৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৯৩৯ বারে ৭৭ লাখ ৭৩ হাজার ৩২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জিবিবি পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ । কোম্পানিটি ৬৫০ বারে ১৪ লাখ ৯২ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯.২৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.১৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭.৯৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৬.৭৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ৬.৫২ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৫.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি’র ৪.৮০ শতাংশ।
এসকেএস