ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বে-লিজিংয়ের শেয়ার দর কমেছে ৩৯ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–এমএল ডাইংয়ের ৩৮.৭১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩৮.৪০ শতাংশ, আইপিডিসির ৩৮.০২ শতাংশ, রিং শাইনের ৩৭.৭৬ শতাংশ, ম্যাকসন্সের ৩৫.৪৩ শতাংশ, বিডি ল্যাম্পের ৩৪.৩০ শতাংশ এবং শেফার্ড ইন্ডাষ্ট্রিজের ৩৪.১৭ শতাংশ শেয়ারদর কমেছে।
এসকেএস