সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৯৫ বারে ১৭ লাখ ৩৭ হাজার ৮৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১১৮ বারে ৬ লাখ ৩২ হাজার ৫৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪১৬ বারে ২০ লাখ ৮২ হাজার ৬৬২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমসের ৩.৭৫ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৬৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩.৬৩ শতাংশ, শাশা ডেনিমসের ৩.২৩ শতাংশ, বীচ হ্যাচারির ৩.১৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৩.০৩ শতাংশ এবং আমান ফিডের ২.৯০ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস