সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৭১৯ বারে ২৩ লাখ ৩ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৫৮১ বারে ২২ লাখ ৮৮ হাজার ৯৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এইচআর টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৬ বারে ৫ লাখ ৭৫ হাজার ২৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এরামিট সিমেন্টের ৯.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৯.৮০ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৯.৭৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৯.৭২ শতাংশ, বেস্ট হোল্ডিংসের ৯.৭২ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৯.৭১ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ৯.৬০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস