Top

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু: ছাত্র-জনতার শাহবাগ অবরোধ

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
কারাগারে লেখক মুশতাকের মৃত্যু: ছাত্র-জনতার শাহবাগ অবরোধ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের মৃত্যুর পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র-জনতা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে‘লেখক মুশতাকের হত্যাকারী রাষ্ট্র’ ব্যানারে দুই শতাধিক ছাত্র-জনতা অংশ নিয়েছেন এই বিক্ষোভ সমাবেশে।

শাহবাগে অবস্থান নিয়ে বক্তারা ডিজিটাল নিরাপত্তার আইন অবিলম্বে বাতিলের দাবি জানান৷ একই সঙ্গে একই আইনে গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোরের মুক্তি দাবি করেন।

ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা রাগীব নাইম বলেন, ‘যে রাষ্ট্রকাঠামো আমাকে কথা বলতে দেয় না, নিরাপদে থাকতে দেয় না, সে রাষ্ট্র আমি চাই না। আমরা এই ডিজিটাল আইন বাতিল চাই, এই ডিজিটাল আইন মানুষ মারে।

‘এটি রাষ্ট্রীয় কাঠামোগত খুন। লেখক মুশতাক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য স্বাধীন তদন্ত গঠন করতে হবে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

 

 

শেয়ার