Top

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস

১১ মার্চ, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৫ বারে ৩৬ লাখ ৭৯ হাজার ৪২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩৯০ বারে ৮৩ লাখ ৯০ হাজার ৪৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৩৩লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৩৫ বারে ১৫ লাখ ৭৬ হাজার ৭৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এস.এস. স্টিল, ডমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাবরটরিজ, গোল্ডেন হার্ভেস্ট, আরামিট লিমিটেড এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

 

এসকেএস

শেয়ার