চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর ৬টি জাহাজযোগে ২২৬০ রোহিঙ্গা এখন ভাসানচরের পথে রয়েছেন।
বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ভাসানচরের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ৪টি জাহাজে রোহিঙ্গাদের তোলা হচ্ছে। ১১টা থেকে ১২টার মধ্যে এই জাহাজগুলোও ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম ধাপে রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে।
সকালে চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন দপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ৪ দফায় প্রায় ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। এবার পঞ্চম দফায় আজ স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন ২২৬০ রোহিঙ্গা।
এই রোহিঙ্গাদের মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরের পর উখিয়া থেকে ২১টি বাসযোগে এসব রোহিঙ্গা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন, দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন, তৃতীয় দফায় ২৯ ও ৩০ জানুয়ারি ৩ হাজার ২০০ জন এবং চতুর্থ দফায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রায় ৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। মূলত ভাসানচরে উন্নত বসবাসের সব রকম সুযোগ সুবিধা থাকায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা ভাসানচর যেতে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছেন।