Top

নো ক্রাইম, নো বর্ডার কিলিং: জয়শঙ্কর

০৪ মার্চ, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
নো ক্রাইম, নো বর্ডার কিলিং: জয়শঙ্কর

বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, নো ক্রাইম নো কিলিং। তবে সীমান্তে হত্যা দুঃখজনক। আমরা চাই না একজন মানুষও মারা যাক।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেন।

তিনি বলেন, আসলে আমি ২৬ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে এসেছি। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি সব বিষয় নিয়ে হয়েছে।

পানি বণ্টন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পানি বণ্টন নিয়ে ভারত আগের অবস্থানে রয়েছে। এই বিষয়ে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে।

‘বাংলাদেশ-ভারত সত্যিকারের বন্ধু’ বলে মন্তব্য করেন এস জয়শঙ্কর। তিনি বলেন, উভয় দেশের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এখন এমন কোনো ইস্যু নেই যে উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে না।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন। তার এ সফর নিয়ে আলোচনা করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করছেন ।

 

শেয়ার