Top
সর্বশেষ

নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

২০ মে, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর শ্রীনিধি রেলওয়ে স্টেশনে মালবাহী কন্টেইনারের চাকা লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (২০ মে) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূঁইয়া।

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশন অতিক্রম করে রায়পুরা উপজেলার শ্রীনিধি স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের বগির বাম পাশের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। এ সময় শব্দ হলে ট্রেন থামিয়ে ফেলে চালক। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, ভৈরব রেলওয়ে স্টেশন পার হয়ে শ্রীনিধি স্টেশনে প্রবেশের সময় মালবাহী কন্টেইনারের একজোড়া চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর ডাউন লাইনে (বিকল্প লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। বিকেল ৩টার মধ্যেই কন্টেইনারটি উদ্ধার করা হবে।

বিএইচ

শেয়ার