Top

চট্টগ্রামে খাল থেকে ২ মরদেহ উদ্ধার

২৭ মে, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ
চট্টগ্রামে খাল থেকে ২ মরদেহ উদ্ধার

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম সিটিতে দিনব্যাপী ভারি বর্ষণ হয়েছে। এ বর্ষণ চলাকালীন অবস্থায় খাল থেকে এক যুবক ও ষাটোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরে নগরীর আছাদগঞ্জে চাক্তাই খালে এবং বোয়ালখালী ছন্দারিয়া খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর বলেন, পাথরঘাটা শুটকিপট্টি খাল ছিল ময়লা আবর্জনায় ভর্তি। বিকেল ৩টার দিকে আমরা সেটা পরিষ্কার করছিলাম। মুষলধারে বর্ষণ হওয়ায় খালের মধ্যে প্রচণ্ড স্রোত ছিল। এসময় দূর থেকে কয়েকজন এক যুবককে খালে পড়ে যেতে দেখে বলে জানায়। সঙ্গে সঙ্গে ওই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি বলেন, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে সাদা গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। চাক্তাই খালের তীরে ছেলেটি কেন গিয়েছিল, সেটা কেউ জানে না। ছেলেটিকে কেউ চিনতেও পারছে না। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় ছন্দারিয়া খালে ভেসে আসা মনসুল আলম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত মনসুর আলমের বাড়ি ওই ইউনিয়নে।

জানা যায়, বৃষ্টির মধ্যে সকালে তিনি খালে মাছ ধরতে বের হয়েছিলেন। দুপুরে তার মরদেহ ভেসে আসে। স্থানীয়রা উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএইচ

শেয়ার