Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের ঝাল বেশি

২১ জুন, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের ঝাল বেশি
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে এ সপ্তাহের বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। ছোট জাতের দেশীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৬০-৩৯০ টাকা কেজিতে। তবে হাইব্রিড মরিচ বিক্রি হচ্ছে ৩শ টাকায়।

ঈদের ছুটি শেষে নগরীতে ফিরে আজই প্রথম কাজির দেউড়ি কাঁচা বাজারে এসেছেন বেসরকারি চাকুরীজীবি আলমগীর ভূঁইয়া, তিনি বাজার শেষে কাঁচা মরিচ কিনতে গিয়ে রীতিমতো বিস্মিত হন। কারণ বাজারে তার কাছ থেকে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪শ টাকা চাওয়া হয়েছে, আর হাইব্রিড মরিচের দাম চাওয়া হয়েছে ৩২০ টাকা।

এ বিষয়ে আলমগীর ভূঁইয়া জানান, আমি রীতিমতো বিস্মিত হয়ে গেছি কাঁচামরিচের দাম শুনে। ঈদের পর আজই বাজারে এসেছি প্রথম, কাঁচামরিচের দাম যে এতটা বেড়ে গেছে এ নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। হঠাৎ করেই ইচ্ছে মতো দাম বাড়িয়েছেন বিক্রেতারা।

আমরা ক্রেতারা যেন সবসময়ই বিক্রেতাদের কাছে, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছি। তারা যখন যা ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছে। দেশের কাঁচামরিচ আমরা কেন এত দাম দিয়ে কিনব? এটা রীতিমতো বিস্ময়কর একটি ব্যাপার।

দুই একদিনের ব্যবধানে কাঁচামরিচের কেজি গিয়ে ঠেকবে ৪শ টাকায়, এটা মেনে নেওয়া যায় না। হঠাৎ করেই এত দাম বেশি, তবুও বাধ্য হয়ে এক পোয়া কাঁচা মরিচ ১শ টাকায় কিনতে হলো।

হঠাৎ কেন বাড়ল কাঁচা মরিচের দাম-জানতে চাইলে রেয়াজউদ্দিন বাজারের কাঁচা মরিচ বিক্রেতা আব্দুল জলিল সওদাগর জানান, পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম আগের তুলনায় অনেক বেশি। বাজারে সরবরাহ কম, পাইকারি বাজারেই আমাদের অতিরিক্ত বাড়তি দামে মরিচ কিনতে হচ্ছে। সে কারণে সেই প্রভাব এসে পড়েছে খুচরা বাজারে।

আগামী কিছুদিন বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকার কারণে দাম এমন বাড়তি থাকবে। আবার যখন তুলনামূলক কম দামে আমরা পাইকারি বাজার থেকে কাঁচা মরিচ কম দামে কিনতে পারবো, তখন ক্রেতাদের কাছেও কম দামে কাঁচামরিচ বিক্রি করতে পারবো।

এদিকে বাজারে নানান অযুহাতে প্রায় সবজির দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। এক কথায় এ সপ্তাহের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের।

শুক্রবার (২১ জুন) সকালে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, জালি প্রতি পিস ৪৫ থেকে ৫৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকায়।

তাছাড়া লতি প্রতি কেজি ৫০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৬০ টাকা, করোলা প্রতি কেজি ৭০ টাকা, পটল প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, গাজর প্রতি কেজি ৭০ টাকা, কচুর মুখি প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা।

ক্রেতাদের প্রতি পিস লাউ কিনতে গুনতে হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। লেবুর প্রতি হালি ৪০ টাকা এবং ঢেঁড়স প্রতি কেজি ৪০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের।

এসকে

শেয়ার