Top

ভাসুর ও দেবরের বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর

০৭ মার্চ, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
ভাসুর ও দেবরের বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর
বরিশাল প্রতিনিধি :

মৃত্যুর দুই বছর পর ভাসুর ও দেবরের বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ আনলেন স্ত্রী।

রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন গৃহবধু শাহিনা আক্তার।

সংবাদ সম্মেলনে গৃহবধু শাহিনা আক্তার জানান, তিনি চট্রগ্রাম জেলার চকবাজার উপজেলার মৃত এস এম আনিছুর রহমানের কন্যা এবং বরিশারের উজিরপুর উপজেলা ধামুরা গ্রামের প্রফেসর নিরু রায়হানের স্ত্রী।  তার স্বামী হিন্দু ধর্মালম্বি ছিলেন এবং তার নাম ছিলো নিরাঞ্জন শীল নিরু। সে একটি বেসরকারি বিশাববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। ২০০১ সালে তার স্বামী মুসলিম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পূত্র সন্তান রয়েছে। বিয়ের  পর পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ভাইদের সাথে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ২০১৯ সালের ২১ এপ্রিল তার স্বামী নিরু রায়হান পিতার বাড়িতে থাকাকালীন সময়ে হার্ট এটাক করে মারা গেছে বলে ফোন করে জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন তিনি ভেবেছিলেন সত্যিই তার স্বামী অসুস্থ্য হয়ে মারা গেছেন। তবে বর্তমানে তার ভাসুরদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তার স্বামী নিরু রায়হানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তদন্তপূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবি জানান গৃহবধু শাহিনা আক্তার।

শেয়ার