Top

কুমিল্লার নতুন জেলা প্রশাসক কামরুল হাসান

০৭ মার্চ, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
কুমিল্লার নতুন জেলা প্রশাসক কামরুল হাসান
 কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. কামরুল হাসান।

রোববার (৭ মার্চ) সকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

পূর্বে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন। গত ২৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এদিকে কুমিল্লার সদ্য বিদায়ী ডিসি মো: আবুল ফজল মীরকে উপ সচিব সুরক্ষা সেবা বিভাগে পদায়ন করা হয়েছে।

সূত্রমতে, কুমিল্লা নবাগত জেলা প্রশাসক মো. কামরুল হাসান এর আপন ছোট ভাই ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপন দুই ভাইয়ের দুটি জেলার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা সদরে। জেলা প্রশাসকদ্বয়ের বাবার নাম কাশেম আলী। তিনি প্রথম জীবনে শিক্ষক ও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন। মায়ের নাম সাজেদা খাতুন (রত্নগর্ভা)। তাঁরা পাঁচ ভাই ও চার বোন। তাদের মধ্যে ছয় জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাই-বোনদের মধ্যে চারজন সরকারি কর্মকর্তা (বিসিএস ক্যাডার)।

কুমিল্লার নতুন জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘হবিগঞ্জ থেকে কুমিল্লা বড় জেলা। এটি দেশের গুরুত্বপূর্ণ ও প্রাচীন একটি জেলা শহর। দায়িত্ব পালনে সবার সহযোগীতা চাই’।

শেয়ার