Top

রাজধানীতে মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি

২৯ জুন, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
রাজধানীতে মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি

রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার (২৯ জুন) ভোর থেকেই হালকা মেঘে ঢাকা ছিল ঢাকার আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফলে ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে সড়কে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী এবং অফিসগামী মানুষ।

জলাবদ্ধতা তৈরি হওয়ায় কোথাও কোথাও হাঁটুপানি জমেছে। রাজধানীর বংশাল, মগবাজার, মৌচাক, ওয়ারলেস, আসাদগেট, ফার্মগেট, বিজয় স্মরণী এবং মহাখালী এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।

এ সময় রাস্তায় যানবাহনের পরিমাণও ছিল কম। বৃষ্টির কারণে ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক এলাকাগুলোর অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে সড়কে রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির পরিমাণ ছিল চোখে পড়ার মতো।

এএন

শেয়ার