চট্টগ্রামে টানা চার দিনের বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার পাশাপাশি রাস্তা-ঘাট কাদাপানিতে একাকার হয়ে গেছে। বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার চাকতাই-খাতুনগঞ্জ। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
নগরীর নিচু এলাকা চকবাজার, ষোলশহর, আগ্রাবাদ সিডিএ, শুলকবহর, কমার্স কলেজসহ নগরীর বেশ কিছু এলাকায় সড়কের ওপর পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
গত চার দিন ধরে (শনিবার থেকে) কখনও থেমে থেমে, আবার কখনও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি অফিসগামী লোকজনকে।
চাকতাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টিতে চাকতাই-খাতুনগঞ্জে জলাবদ্ধতা না হলেও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে দূর-দূরান্ত থেকে ক্রেতারা চাকতাই-খাতুনগঞ্জে আসতে পারছেন না। বেচাকেনা অত্যন্ত কম। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে।
নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ সঙ্গীত সড়কে হাঁটাচলা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। এ সড়কের পাশে খালে চলছে সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। এ কারণে বৃষ্টিতে সড়কটি কাদাপানিতে একাকার হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা ইউসুফ তালুকদার বলেন, নগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। সঙ্গীত এলাকায় একটি কালভাট ভাঙা হলেও এখন পর্যন্ত সেটি পুনরায় নির্মাণ শুরু হয়নি। সামান্য বৃষ্টিতে এ সড়ক হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের বারবার তাগাদা দিলেও তারা আমলে নিচ্ছেন না।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) মোট ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে।
এএন