পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, আগামী বর্ষা মৌসুমের আগে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হবে। আশা করি এ ধরনের প্লাবন হবে না। আগামীতে সহনীয় পর্যায়ে আনতে সক্ষম হবো। এ নিয়ে ৭০০-৮০০কোটি টাকার প্রকল্পের একটি সমীক্ষা আসছে।
মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে জেলার বন্যা কবলিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার দূর্গত মানুষের দু:খ-দুর্দশার চিত্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে এর ফিজিবিলিটি স্ট্যাডি শেষ হয়েছে। সপ্তাহখানেকের ভেতর কপি পেয়ে যাবো। ডিপিপি প্রণয়ন করতে চীফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপন করা হবে। পুরো পৃথিবীতে বৈশ্বিক সমস্যা দেখা দিলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া প্রমূখ। এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সোমবার (০১ জুলাই) রাতে উজানের পানির ঢলে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর ও বক্সমাহমুদ ইউনিয়নের বাঘমারা এলাকায় দুটি এবং ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুরে তিনটি, নিলক্ষী ও একরামনগরে দুটি বেড়িবাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম পানিতে ডুবে গেছে।আকস্মিক এ বন্যার ফলে জেলার বন্যা কবলিত এ দুটি উপজেলায় এইচএসসি ও আলিমের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এএন