Top

পোকা নিধনে পুকুরে বিষ প্রয়োগ, মরে গেল সব মাছ

০৮ মার্চ, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ
পোকা নিধনে পুকুরে বিষ প্রয়োগ, মরে গেল সব মাছ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজিপুর গ্রামে দুটি পুকুরে মাছের ক্ষতিকারক পোকা নিধনে বিষ প্রয়োগে সব মাছ মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাছ চাষী আলমগীর হোসেন দাবি করেছেন।

উক্ত উপজেলার আসানবাড়ি গ্রামের ওই মাছ চাষী বলেন, একই এলাকার কাজিপুর গ্রামে দুটি পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি দীর্ঘদিন ধরে। এ দুটি পুকুরে মাছের ক্ষতিকারক বিভিন্ন পোকা দেখা দেয়। এ পোকা নিধনে স্থানীয় বিনসাড়া বাজারের এক কীটনাশক ব্যবসায়ীর পরামর্শে  তার দোকান থেকে সিম্প কিলার নামে বিষ ক্রয় করা হয় এবং গত রোববার ওই দুটি পুকুরে এ বিষ প্রয়োগের সাথে সাথে সব মাছ মরে যায়।

এ পুকুর দুটিতে প্রায় ১২ লাখ টাকার মৃঘেল, রুই, কাতলা, সিলভার, বিগহেড, গোলশা, জাপানী ও হাংরী মাছ চাষ করা হয়েছিল। এ বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

এদিকে ওই মাছ চাষী বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এ পুকুর দুটিতে মাছ চাষ করেছেন। এ ঋণ পরিশোধ নিয়ে এখন হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন বলে তিনি এ প্রতিবেদককে জানান।

শেয়ার