Top

কেশবপুরে শ্রমিক লীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

০৮ জুলাই, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
কেশবপুরে শ্রমিক লীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি দেওয়ায় জেলার নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির উদ্যোগে পৌর শহরে ওই আনন্দ মিছিল করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক লীগের উপদেষ্টা বাসুদেব মিত্র, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি উত্তম প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংঠনিক সম্পাদক জামির হোসেন, পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংঠনিক সম্পাদক সোহেল রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করাসহ পৌর মেয়র রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসকে

শেয়ার