Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ

১০ জুলাই, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর-২ সংসদীয় এলাকার ৯টি ইউনিয়নের সাড়ে ৪’শ পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এতে চাল, ডালসহ একটি ব্যাগে সাড়ে ১৪ কেজি পণ্য রয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম প্রমুখ।

এএন

শেয়ার