Top

কেশবপুরে গাছ বিতরণ করলেন এমপি আজিজ

১১ জুলাই, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
কেশবপুরে গাছ বিতরণ করলেন এমপি আজিজ
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ শুরু হয়েছে। বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক বন বিভাগের উদ্যোগে দুটি প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১২ হাজার ৫০০টি গাছের চারা বিতণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই গাছের চারা বিতরণের উদ্বোধন করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান প্রমুখ।

পরে সংসদ সদস্য আজিজুল ইসলাম উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় ৫২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসকে

শেয়ার